নিজের ক্যাম্পাসে স্পিকার হিসেবে যাবার সৌভাগ্য সবার হয় না। আমার হয়েছে। আমার ডিপার্টমেন্ট থেকে স্যার ডেকে বলেছিলেন, জাফরী, সব ডিপার্টমেন্ট থেকেই কিছু না কিছু উদ্যোগ নিয়েছে কিছু করার জন্য। সিএসই ডিপার্টমেন্ট থেকে আমরা চাচ্ছি, ডিজাইন রিলেটেড ওয়ার্কশপ হোক। তুমি করো এবার। যেভাবে ভাল মনে হয় যেভাবে করো।
আমি আর বন্ধু Abrahametry Mii, (যে কিনা এখন আমাদের ডিপার্টমেন্টের স্যার), মিলে টপিক ঠিক করি। ২১ তারিখে ল্যান্ডিং পেজ ডিজাইন করে Helllo Star থেকে প্রোমোট করি।
ওয়ার্কশপটি শুধুমাত্র বিইউবিটি’র স্টুডেন্টদের জন্য ছিল। যেকোন ডিপার্টমেন্ট থেকেই অংশগ্রহন করার সুযোগ ছিল এই ওয়ার্কশপে। সিট লিমিট ছিল ৩০। ২ দিনের মাথায় ৭৫ জন রেজিস্ট্রেশন করে ফেলেন। সেখান থেকে আমরা ৩০ জনকে বাছাই করি দুইটি প্রশ্নের উপর ভিত্তি করে।
রেস্পন্স খুব ভাল ছিল। তাই আমরা সিট লিমিট বাড়িয়ে ৪০ করি।
শেষ মুহূর্তে আমি ২ জন স্পন্সর নেই। স্পন্সর নিসেবে আমি খুঁজছিলাম এমন কেউ, যারা বিইউবিটি থেকে বের হয়েছেন এবং কোন বিজনেস বা স্টার্টআপ দিয়েছেন। যাদের দেখে আত্মবিশ্বাসী হবেন নতুন স্টুডেন্টরা। আমি পেয়ে যাই মনের মত দুইজন স্পন্সর।
Thanks the young star Walid Mobin, the founder of Decor Canvas, who has completed his graduation from BUBT and kick-start his own startup. He studied BBA, in 26th intake.
And thanks crack-a-jack Mohammed Nazmul Ferdous, the founder of So Cheap Hosting, who has completed his graduation from BUBT, CSE department (21th intake).
Organized by BUBT - Bangladesh University of Business & Technology
Powered by Helllo Star
Winner prize VR Box 3D, Sponsor by So Cheap Hosting
ওয়ার্কশপ শেষে আমরা ঘোষণা দেই একটি VR Box 3D দেয়া হবে একজনকে। কিন্তু কিভাবে দেয়া হবে সেটা এখনো জানি না আমরা। অংশগ্রহনকারী স্টুডেন্টদের কাছে আমরা জানতে চাই কিভাবে দিলে ভাল হবে!
এরপর সিদ্ধান্ত নেয়া হয় একটি ডিজাইন কম্পিটিশন হবে। স্টুডেন্টদের এক সপ্তাহ সময় দেয়া হয় ডিজাইন সাবমিট করার জন্য। ৩০ জন থেকে টোটাল ১৫ জন ডিনাইন সাবমিট করেন। এদের মধ্যে ৩ জন বাদ পড়েছেন প্রাসঙ্গিক ডিজাইন সাবমিট না করার কারণে। নিচে ক্রামনানুসারে ১২ জনের ডিজাইন দেখানো দেয়া হলো। আমি নিজে এই সিরিয়াল করেছি। যদিও আমি ঘৃণা করি এমন কম্পিটিশন। বিজয়ীর নাম ১ নাম্বারে আছে।
Avrojit Das, CSE, 27th Intake
Zaki Mahmud, CSE, 21th Intake
Mehedi Hasan Akash, CSE, 29th Intake
Sayeef Rahman, CSE, 32th Intake
Rishat Al Amin, CSE, 27th Intake
Sabbir Hasan, CSE, 32th Intake
Mohammed Imraan Hossain, CSE, 34th Intake
Tasnova Chowdhury, CSE, 27th Intake
Sharfuzzaman Sayem, CSE, 29th Intake
Sudipto Roy, CSE, 29th Intake
Samia Sultana Pushpo, CSE, 27th Intake
Masum Khan, CSE, 27th Intake
আমি অপছন্দ করি এমন কম্পিটিশন।
সমাপ্ত।